ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকায় নিরালা রেস্ট হাউজের বাথরুমে পড়ে ছিল অজ্ঞাত (২০) এক তরুণীর গলাকাটা লাশ। এমন খবর পেয়ে দুপুর দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ক্রাইম সিনের একটি টিম সেখানে গিয়ে আলামত সংগ্রহের চেষ্টা চালায়।
এর আগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গেস্ট হাউজের ওই কক্ষটি পরিস্কার করতে গিয়ে বাথরুমে গলাকাটা অবস্থায় ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এক পরিচ্ছন্ন কর্মী।
নগরীর এক নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আলামত সংগ্রহের কারণে শনিবার বিকাল ৫টা পর্যন্ত লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে শক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, গত ১৪ মার্চ শাহিদা (২০) ও রাকিব (৩০) নাম ব্যবহার করে তারা হোটেলে উঠে। পরে শনিবার রাতের কোনো একসময় ওই তরুণীকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউজ মালিক মো: মূসাকে আটক করা হয়েছে। আশা করছি খুব দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/হিমেল