১৯ মার্চ, ২০২৩ ০৬:২৯

ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের মরহুম শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের পরিচালনায় আলোচনায় অংশ নেন জুবায়ের জাকির, শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, ওয়ালী নেওয়াজ বাবু, শেখ ফয়েজ আহমেদ, সুজাউজ্জামান জুয়েল, শেখ সাইফুল ইসলাম অহিদ, আসাদুল হক আসাদ, আনোয়ার জাহিদ, সুমন ইসলাম, বিভাষ দত্ত, খাইরুজ্জামান সোহাগ, এস এম রুবেল, মানিক কুমার দাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য আসাদুল হক আসাদ। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর