‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নের লক্ষে সারাদেশের ন্যায় ফরিদপুর জেলার ৫টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৫টি এবং ৪র্থ পর্যায়ের ৩২২টি সর্বমোট ৪৪৭ পরিবারের মধ্যে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ কার্যক্রমের বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের তরফ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: লিটন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল।
মতবিনিময় সভা থেকে জানানো হয়, ফরিদপুর জেলার ৫টি উপজেলায় ৫২০৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মার্চ আলফাডাঙ্গা ও সালথা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। আগামী জুনে জেলার বিভিন্ন স্থানে নির্মাণাধীন অবশিষ্ট ৫২৪টি পরিবারকে গৃহ প্রদান করা হবে। ফলে ফরিদপুর জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলা ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন