শিরোনাম
২০ মার্চ, ২০২৩ ১৭:১৫

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ফেনীতে জেলা প্রশাসনের সভা

ফেনী প্রতিনিধি:

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ফেনীতে জেলা প্রশাসনের সভা

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানেন সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। 

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ফেনী পৌরসভার প্রতিনিধি, ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, হোটেল-রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম, সাংবাদিকবৃন্দ। 

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিনিধি, সাংবাদিক ও সরকারের বাজার নিয়ন্ত্রনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তাদের বক্ত্য রাখেন। ব্যবসায়ীরা অযৌক্তিক ভাবে তাদের পণ্যের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দেন। 

জেলা প্রশাসক জানান, রমজানে পোড়া তেল দিয়ে খাদ্যদ্রব্য রান্না করার ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। এব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা। ট্যাগ লাগিয়ে কাপড়ের দোকান গুলোতে মূল্য বৃদ্ধি করলে কঠিন জরিমানা করা হবে। ইফতার বিক্রির নামে কোন অবস্থায় সড়ক দখল করা চলবেনা। খাদ্যপণ্যসহ বিভিন্ন পন্যের পর্যাপ্ত মজুত রয়েছে কোন অবস্থায় অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি করা মেনে নেয়া হবেনা। প্রতিটি বিক্রেতাদের পাইকারি ও খুচরা মূল্যের রশিদ সংরক্ষণ করে রাখতে হবে। পণ্যের গায়ে অবশ্যই বিক্রিয় মূল্য লেখে দিতে হবে। পণ্য বিক্রিতে মাত্রাতিরিক্ত মুনাফা অর্জন করা যাবে না। জেলা মার্কেটিং অফিসার ও কৃষি বিপনন কর্মকর্তা সার্বক্ষনিক বাজার পর্যবেক্ষন করবেন। জেলা প্রশাসক নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবেন। কোন অবস্থায় ফুটপাত দখল করে পসরা বসিয়ে জনসাধারণের সমস্যা কার যাবে না।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর