২০ মার্চ, ২০২৩ ২০:১০

কুড়িগ্রামে ঘর পাচ্ছেন ৫৫৬ ভূমিহীন ব্যক্তি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ঘর পাচ্ছেন ৫৫৬ ভূমিহীন ব্যক্তি

প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামে ৫৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

সোমবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ কুড়িগ্রামসহ সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এরমধ্যে কুড়িগ্রামে তৃতীয় পর্যায়ে অবশিষ্ট ১০৬টি এবং চতুর্থ পর্যায়ে ৪৫০টিসহ মোট ৫৫৬টি ঘর হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক আরও জানান, কুড়িগ্রামে প্রথম থেকে তৃতীয়পর্যায় পর্যন্ত তিন হাজার ৯০০টি পরিবার জমিসহ ঘর বরাদ্দ পেয়েছে। চতুর্থ পর্যায়ে ৫৫৬টি ঘরের মধ্যে চর ডিজাইনে ৫৫টি চরের পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হবে।

 জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়ণ প্রকল্পে অবস্থানরত শিশুদের লেখাপড়া চালিয়ে যেতে সেখানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের মাধ্যমে পাঠদান কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছীতে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলোতে জরিপ কার্যক্রমের মাধ্যমে ডাটাবেজ তথ্য সংগ্রহ করা হচ্ছে যাতে বয়সভেদে কর্মহীন মানুষকে কর্মে সম্পৃক্ত করা যায়। এছাড়া চিলমারীতে ৩০টি হরিজন সম্প্রদায়কে জমিসহ গৃহ প্রদানের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর