শিরোনাম
২৭ মার্চ, ২০২৩ ১৭:২০

বগুড়ায় কসমেটিকস কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কসমেটিকস কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

বগুড়ায় নকল কসমেটিকস এবং পারফিউম ভর্তি করে বিক্রয় ও বাজারজাত করার অভিযোগে কলিন্স কসমেটিকস কারখানায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের নারুলী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। এসময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শহরের নারুরী বাজার এলাকায় কলিন্স কসমেটিকস কারখানায় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস ও পারফিউমের খালি কৌটায় নিজস্ব তৈরী কসমেটিকস এবং পারফিউম ভর্তি করে বিক্রয় ও বাজারজাত করে আসছিলো। এমন অভিযোগে কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টির সত্যতা পাওয়া যায়। কারখানার মালিক আব্দুল মমিন করিন্স সত্যতা স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী করিন্স কসমেটিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর