বিশ্ব অটিজম দিবস উপলক্ষে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রবিবার (০২ মার্চ) ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে অতিরিক্ত জেলা মেজিষ্টেট শুভ্রা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সঞ্জয় চন্দ্র মিস্ত্রী।
অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন মুক্তিযোদ্বা আ. রশিদ মিয়া, আ. মোতালেব মৃধা, অতিরিক্ত উপ-পরিচালক সমাজসেবা মো ইউসুফ হোসেন, ডা. মনিজা বেগম, উপ-পরিচালক মহিলা অধিদপ্তর মেহেরুন্নাহার মুন্নি, সহকারী পুলিশ সুপার অনিশ কীর্তনীয়া, মেডিকেল অফিসার ডা. বর্ণা তরুনিয়া।
বক্তারা বলেন, গর্ভবতী মা এবং প্রসব পরবর্তি শিশুর সঠিক পরিচর্যা করলে অটিজম প্রতিরোধ করা সম্ভব। অটিজম কোনও রোগ নয়, পারিবারিক সচেতনতা, প্রসব পরবর্তী শিশুর অক্সিজেন নিশ্চয়তার মাধ্যমে অটিজম আক্রান্ত রোধ করা সম্ভব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ