বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রবিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স সেল (আইকিউএসি) এবং বায়ার ক্রপ সায়েন্স, বাংলাদেশ এর যৌথ আয়োজনে ‘বায়ার সেফ ইউজ এমবাসেডর’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বায়ার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, ম্যানেজার-কমার্শিয়াল কি একাউন্ট এন্ড নিউ বিজিনেস ডেভেলপমেন্ট, মোঃ রেজাউল করীম, কান্ট্রি লিড- ফিল্ড স্যলুউশন, মোঃ আমানুল্লাহ, ম্যানেজার-ফিল্ড স্যলুউশনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ