৫ এপ্রিল, ২০২৩ ১১:৫১

খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি

খাগড়াছড়ি জেলার ৫টি উপজেলায় ইউপিডিএফের ডাকে সড়ক অবরোধ চলছে। সড়ক অবরোধ চলাকালে লক্ষীছড়ি উপজেলার সড়কে বেশ কয়েকটি সিএনজি, মোটরসাইকেল ভাঙচুর করে তারা। 

মানিকছড়ি ময়ূরখীল এলাকার কলেজিয়েট স্কুলের সামনে টায়ার ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায় পিকেটাররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোর্চগুলো পুলিশী পাহারায় খাগড়াছড়ি পৌঁছে। 

উল্লেখ্য ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা) হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির ৫টি উপজেলা রামগড়, লক্ষীছড়ি, গুইমারা, মানিকছড়ি, মাটিরাঙ্গায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চালাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর