৯ এপ্রিল, ২০২৩ ১৮:৪২

ভালুকায় দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের মরচি মাদরাসা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উথুরা ইউনিয়নের মরচি গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে একাব্বর আলীর সাথে পূর্ব শত্রুতার জেরে উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম ও ইউপি সদস্য গোলাম কিবরিয়ার নির্দেশে দলবল নিয়ে একাব্বর আলীর দোকান ভাঙচুর ও লুটপাট করে। এসময় একাব্বর আলী ও তার স্ত্রী আমেনা খাতুন আহত হয়।

ভুক্তভোগী একাব্বর আলী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ও ইউপি সদস্য গোলাম কিবরিয়ার নির্দেশে দলবল নিয়ে আমার দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। আমি অসহায় বলে তারা আমার উপর এমন অত্যাচার করছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, ঘটনার পর আমি সেখানে গিয়ে দেখি একপক্ষ দোকান ভাঙচুর করে ফেলেছে। লুটপাটের বিষয়ে আমি কিছু জানি না।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর