পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের দায়ের কোপে জাহেদ আলী (৪২) নামের এক কৃষক খুন হয়েছেন। রবিবার ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে।
জানা গেছে, নিহত কৃষক বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। দীর্ঘদিন ধরে প্রতিবেশি আব্দুস সালামসহ সালামের ছেলে এমদাদুলের সাথে পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার বিকালে ওই এলাকার আব্দুস সালামের সাথে প্রথমে ঝগড়া হয়। পরে এক পর্যায়ে সালামের ছেলে এমদাদুল এসে ধারালো অস্ত্র দিয়ে কুপ দিয়ে জখম করে জাহেদ আলীকে। এতে ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান। আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ওসি সহ পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সেইসাথে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।বিডি প্রতিদিন/এএম