১২ এপ্রিল, ২০২৩ ০৬:৫৩

টেকনাফে র‍্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে র‍্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ছবি- বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. ইদ্রিস (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম নয়াবাজার  সাতঘরিয়াপাড়ার মৃত আবু শামার ছেলে মো. ইদ্রিসকে গ্রেফতার করে র‍্যাব। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।    


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর