দিনাজপুরের ফুলবাড়ীতে মাইকিং করে ইলিশ বিক্রি করতে দেখা গেছে। আর আসছে পহেলা বৈশাখকে সামনে রেখে ফুলবাড়ীর বাজারে ইলিশ কেনার ধুম পড়ে যায়।
অনেকের কাছে বৈশাখ মানেই পান্তা-ইলিশ। ব্যবসায়ীরা কম দামে মাইকিং করে বিক্রি করছেন ইলিশ। তাই ফুলবাড়ী শহরে দেখা যায় ইলিশ মাছ কিনতে বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
ইলিশের আমদানি বেশি ও দাম কম হওয়ায় ফুলবাড়ী শহরের মাছ বাজারে অন্যদিনের তুলনায় বুধবার (১২ এপ্রিল) ইলিশ বিক্রি বেশি হয়েছে। ইলিশ কিনতে ক্রেতাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এদিন সকাল থেকে ফুলবাড়ী পৌর শহরের মাছ বাজারে এ চিত্র দেখা যায়।মেহেদী হাসান, মোজাফ্ফরসহ কয়েকজন জানান, এতদিন ইলিশের দাম বেশি ছিল। তাই কিনতে পারেননি। মাইকিং শুনে বাজারে এসেছি। ৩০০ টাকা কেজি দরে ২৫০-৩০০ গ্রাম ওজনের ইলিশ কিনেছেন।
মৎস্য ব্যবসায়ী খট্টু ও মালেক জানান, বাজারে মাছের আমদানি বেশি। কেনার লোক কম। তাই মাইকিং করে বিক্রি করছেন তারা। অপরদিকে এক কেজি বা তার একটু বেশি ওজনের ইলিশ ১২০০টাকা দরে বিক্রি করা হচ্ছে।
মাছ বিক্রেতার কাছে দাম বেশির কারণ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, এগুলো বড় এবং ভালো মানের মাছ। এ মাছের স্বাদ বেশি, যার কারণে দামও বেশি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ