১৩ এপ্রিল, ২০২৩ ১৯:৪২

বগুড়ায় আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়ি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়ি

বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে গেছে। বুধবার রাত ২টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে কৃষক ছফের আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় ঐ কৃষকের বাড়িতে থাকা নগদ টাকা, ২টি ঘর, ৩টি গরু, ২টি ছাগল ও ৩টি ভেড়া পুড়ে মারা যায়। অগ্নিকান্ডে কৃষক ছফের আলী (৫০) দগ্ধ হয়েছেন। বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কৃষক পরিবাররের পক্ষ থেকে জানান, বাড়ির সবকিছুই পুড়েছে। অগ্নিকান্ডে নগদ অর্থসহ অনেক টাকার ক্ষতি হয়েছে। 
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামসুল আলম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিদগ্ধ কৃষকের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর