খুলনা ও সাতক্ষীরায় আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাব-৬’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার খুলনার লবনচরায় র্যাবের কার্যালয়ে আত্মসমর্পণকারী বনদস্যুদের হাতে চাল, চিনি দুধ সেমাই মসলাসহ নানা উপহার সামগ্রী তুলে দেন র্যাব-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ।
এসময় র্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী বনদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।
জানা যায়, ২০১৮ সালে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ৩২৬ জন বনদস্যু আত্মসমার্পণ করেন। এদের বিরুদ্ধে ৭৭টি মামলা ছিল। এর মধ্যে ৬৮টি মামলায় অভিযুক্ত বনদস্যুদের অব্যহতি দেওয়া হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে বাকি ৯টি মামলা।
প্রথম দফায় ৪৪ জনকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। ঈদ সামগ্রী পাওয়ার পর আত্মসমর্পণকারী বনদস্যু পরিবারের সদস্যরা র্যাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
বিডি প্রতিদিন/এএম