বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মধ্য দিয়ে মুজিবনগর সরকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিটি মেয়রের পক্ষে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন। পরে মহানগর ও জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহসভাপতি আফজালুল করিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে মুজিবনগর সরকার দিবস উপলক্ষ্যে সকাল ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল