জামালপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন। শহরের বোসপাড়া আরামবাগ এলাকায় এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সিইও রাফিউল ইসলাম রাফি, জাকির, বন্ধন, চয়ন প্রমুখ।
এসময় বক্তারা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ