বরগুনার তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হককে (শহীদ মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার তালতলির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুর ১টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেেন।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘১০ এপ্রিল তালতলি বাজারে পায়রা ট্রেডার্স এলাকায় মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় শহীদুল হককে গ্রেফতার করা হয়েছে।’
তালতলি উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঘটনার বর্ণনা দিয়ে আমাদের ১২ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইতোমধ্যে ৬ জন আদালত থেকে জামিন পেয়েছেন এই মামলায়।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ