রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টাওয়ার সংলগ্ন একটি পুকুরে মাছের খাবার দিতে আকরাম হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আকরাম হোসেন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মৃত আলী আলীর ছেলে। সোমবার দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের টাওয়ার সংলগ্ন একটি পুকুরে মাছের খারাব দেওয়ার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের টাওয়ার সংলগ্ন একটি পুকুরে নৌকায় চড়ে মাছের খাবার দিতে যায় আকরাম ও স্বপন। ১টার দিকে মাছের খাবার বিতরণের সময় ডিঙ্গি নৌকা ডুবে যায়। এ সময় স্থানীয় মৎস্য শ্রমিক স্বপন কুমার বিশ্বাস সাতার কেটে তীরে চলে আসেন। তবে আকরাম পানিতে ডুবে মারা যায়।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মোকলেসুর রহমান বলেন, আমরা দুপুর দেড়টার কিছুক্ষণ পর দুর্ঘটনার সংবাদ পাই। পরে আমাদের টিম আধা ঘন্টার অভিযানে আকরাম হোসেনকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম