রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রংপুর-বদরগঞ্জ সড়কের মধুপুর ইউনিয়নের শাহাজালাল হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মাহবুবার রহমানকে (৩৫) । তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ডাবরা এলাকার আব্দুর রবের ছেলে মাহবুবার রহমান তার ভাতিজা সাদেকুল ইসলামের ছেলে হাবিবুর রহমানকে (১৬) নিয়ে মোটরসাইকেলযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য আসছিল। তারা শাহাজালাল হিমাগারের সামনের সড়কের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হাবিবুর মারা যায়। এ ঘটনায় আহত মাহাবুবারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, সড়কের বাকে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ছিটকে পড়ে গিয়ে হাবিবুর নিহত হয়।
বিডি প্রতিদিন/এএম