ভোলায় মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার বকশেআলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুজিত গোলাদার (৩০), শুভ চন্দ্র (২০) ও লিটন হাওলাদার (৩৮)। নিহত সুজিত লালমোহন উপজেলার কালমা ৩ নম্বর ওয়ার্ডের নির্মল গোলদারের ছেলে, শুভ চন্দ্র তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকার বাদল চন্দ্রের ছেলে ও লিটন বরগুনা জেলার আমতলী উপজেলার বর্দা কান্ত হাওলাদারের ছেলে। তারা তিন জনই কীর্তনে গান গাইতেন বলে নিশ্চিত করেন বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাকির হোসেন।
এ ঘটনায় সিএনজির চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মো. রুবেল, ইলিশা ইউনিয়নের জহিরুল ইসলাম ও পটুয়াখালী জেলার পরিমল। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ভোলা শহরের দিকে আসছিল। তখন দৌলতখান উপজেলার বকশে আলী ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি মালবাহী কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহতদের মধ্য থেকে শুভ চন্দ্র নামের একজনকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় সিএনজির চালকসহ আরো তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর একজন বোরহানউদ্দিন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ