আসন্ন ঈদে চট্টগ্রামের আইন শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। সোমবার এক বিবৃবিতে তিনি এ অনুরোধ করেন।
বিবৃতিতে চেম্বার সভাপতি বলেন, রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে চুরি, ছিনতাই, মলম পার্টির অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করতে হবে। ঈদ উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের আন্তঃজেলা মহাসড়ক ও নগরীর অভ্যন্তরীণ সড়কসমূহ ব্যবহারকারী ঘরমুখো মানুষকে যানজট ও দুর্ভোগ থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
তিনি বলেন, ঈদের আগে ও পরে সরকারি ছুটির কারণে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস-আদালত বন্ধ থাকার সময় ডাকাতি, লুটপাট ও অগ্নি দুর্ঘটনা থেকে নিজ নিজ প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে করতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল