বগুড়ার আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ৩নং প্লাটফর্মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম সংলগ্ন অজ্ঞাত ওই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যাক্তি মারা যান।
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য নওগাঁর সিআইডি টিমকে অবিহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম