বগুড়ায় মুজিবনগর দিবস নানা আয়োজনের মধ্যে পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে আটটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন ও জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল কর্তৃক সম্পাদিত ত্রৈমাসিকের মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজবিুর রহমান মজনু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা একেএম আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, নাসরিন রহমান সীমা,খালেকুজ্জামান রাজা, আব্দুস সালাম, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রাকিব উদ্দীন সিজার, রাশেদুজ্জামান রাজন, ছাত্রনেতা সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজি জুয়েল। এর আগে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম