১৮ এপ্রিল, ২০২৩ ১২:৫৬

চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া

চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া

চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ আয়োজিত এই নামাজ ও দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুর রাজ্জাক।

সারাদেশের মতো দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গাতেও টানা তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃষ্টির দেখা নেই। প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড করে চলেছে চুয়াডাঙ্গা জেলা। চলতি এপ্রিল মাসের ২ তারিখ থেকে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। এতে স্বস্তিতে নেই চুয়াডাঙ্গার জনজীবন। তাই স্বস্তি পেতে বৃষ্টির প্রত্যাশা করে চুয়াডাঙ্গার মুসল্লিরা সমবেত হন স্থানীয় টাউন ফুটবল মাঠে। নামাজ শেষে বৃষ্টি প্রত্যাশা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পরপর তিনদিন একই সময়ে একই স্থানে নামাজ অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলেও নামাজ আদায় করা হবে। একই সাথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও দর্শনাতে বৃষ্টির প্রত্যাশা করে নামাজ ও দোয়া পরিচালনা করা হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর