১৯ এপ্রিল, ২০২৩ ১৯:১৮

শেরপুরে দুস্থ-অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শেরপুরে দুস্থ-অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

দুস্থ-অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের দুস্থ-অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যক্তিগত তহবিল থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিন মহসিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ ফজলে ইমাম টুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, অ্যাডভোকেট তোজাম্মেল হক, নজরুল ইসলাম হানু, লুৎফর রহমান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসেন আজম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো ও পিএস কোরবান আলী মিলন প্রমুখ।

এদিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহর সভাপতিত্বে ও মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুরুপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই তিন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছয় শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করেন এমপি হাবিবর রহমান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর