জয়পুরহাটে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় জেলার প্রায় দুই হাজার শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার রাতে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শ্রমিকদের এই ঈদ উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
এ সময় জয়পুরহাট পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহসভাপতি গোলাম হক্কানি, মহসিন আলী, জয়পুরহাট পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ মিলন,জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বু মিয়া নুরু, অর্থ সম্পাদক রাহাত হোসেন জনিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।