নোয়াখালীর মাইজদীর গুপ্তাঙ্ক গ্রামে ১৪৪ ধারা অমান্য করে সাবেক চেয়ারম্যান নুর রহমানের বসতঘরে হামলা ভাঙচুর, ঘরের টিন, বেড়ার চাল ও ওয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ হাফিজের নেতৃত্বে সন্ত্রাসীরা। চেয়ারম্যান ও শ্রমিকসহ আহত হয়েছে ৪ জন। আতঙ্কে রয়েছে কলেজ ছাত্রীসহ পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এ ঘটনায় সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ