২২ এপ্রিল, ২০২৩ ১৩:৪০

নেত্রকোনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নেত্রকোনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নেত্রকোনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের মোক্তারপাড়া ঈদগাহ মাঠে। এছাড়াও সাতপাই কলেজ রোডের আলীয়া মাদ্রাসা মাঠে একই সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পরে সাড়ে নয়টায় মোক্তারপাড়া জামে মসজিদে দ্বিতীয় জামাতসহ জেলার ৫২০০ মসজিদে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এদিকে নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে প্রধান জামাতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট (জিপি) আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান ও পুলিশ লাইনন্স মসজিদে পুলিশ সদস্যদের নিয়ে নামাজ পড়েছেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, (বিশেষ শাখা) লুৎফর রহমান।

এছাড়াও মাঠে রাজনৈতিক, প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার মুসলিম নাগরিকরা পুরো মাঠজুড়ে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন। অন্যদিকে সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১০ উপজেলায় ঈদগাহ মাঠ ও মসজিদে মসজিদে যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর