২৪ এপ্রিল, ২০২৩ ১৪:৩৩

যুবলীগ হত্যা মামলায় কৃষকলীগ নেতাসহ ৫ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

যুবলীগ হত্যা মামলায় কৃষকলীগ নেতাসহ ৫ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যার ঘটনায় জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

এর আগে গতকাল দিবাগত রাতে জেলা পুলিশের কয়েকটি টিমের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হত্যা মামলার ৩ নম্বর আসামি শহরের মিলকি বাগানপাড়া মহল্লার মৃত আলতাব হোসেনের ছেলে মেসবাহুল হক টুটুল (৪২), তার সহযোগী শহরের মসজিদপাড়া মহল্লার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মাসুদ রানা ওরফে রানা (৩৮), একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. ইব্রাহিম ওরফে দাউদ ইব্রাহিম ওরফে হাবা (৩২), হুজরাপুর রেলবাগান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে শামীম রেজা (৩৫) ও প্রান্তিকপাড়া মহল্লার সানাউল হকের ছেলে মিলন হোসেন (৩০)।

জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব বলেন, জেম হত্যার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্য, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর