পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কবির হোসেন খান ও আল আমিন ফকির। বুধবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। কবির হোসেনের বাড়ি গলাচিপা উপজেলার বাঁশবুনিয়া গ্রামে। অপর ব্যবসায়ী আলামিন ফকির কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের বাসিন্দা। এরা দু’জনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ