২৭ এপ্রিল, ২০২৩ ১৬:৪৭

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ২

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামেরআব্দুল কাদেরের ছেলে শাহিন আলী (২০) ও শ্যামপুর শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২)।

এঘটনায় লছমনপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন (১৩) ও গোপালনগর গ্রামের কাশেদ আলীর ছেলে সারোয়ার (১৫) আহত হয়েছে। তাদের শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এসময় তারা ওই বাগানে কাজ করছিল। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগানে কাজ করার সময় দুপুর সোয়া একটার দিকে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে শাহিন আলী ও অসিম ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য দু’জন আহত হন। তাদের শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর