বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে আজ খলিলুর রহমান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
জানা গেছে, বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে খলিলুর রহমান মাঠের মধ্য পড়ে যান। ছেলে পিছনে তাকিয়ে দেখে বাবা পড়ে আছে। তাৎক্ষণিক ডাকচিৎকারে লোকজন জড়ো হয়ে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে দেখতে পান সে মারা গেছেন।
চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, নিহত খলিলুর রহমান আমার নিকট আত্মীয়। আগামীকাল সকালে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        