ময়মনসিংহের ভালুকায় শাহানাজ বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দিয়া গ্রাম থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।
মৃত শাহানাজ বেগম ওই এলাকার বান্দিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বামী আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাকে ফোনে জানানো হয় তার স্ত্রী ঘরের আড়ার সাথে নিজের ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তাদের ৬ বছর বয়সের মাদ্রাসা পড়ুয়া একটি ছেলে রয়েছে।ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল