ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয় দুই পাচারকারীকে।
বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে বেনাপোল বন্দর থানার খলশি বাজার এলাকা থেকে সোনা উদ্ধার ও পাচারকারীকে আটক করে।
আটককৃতরা হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল বন্দর থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলু রহমান (৩৬)।বিজিবি জানায়, গোপন তথ্যে তারা জানতে পারেন, শার্শার পাচভুলোট সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান পাচার হবে। এরপর বিজিবি ওই সীমান্তে নজরদারি বাড়ায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেট কার থেকে সন্দেহভাজন দুই যুবক পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন। ক্যাম্পে এনে তাদের শরীর তল্লাশি করে দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, পাচারকারীদের শার্শা থানায় হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন