বগুড়ায় শহর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানকে কুপিয়ে হত্যা মামলায় ১ জনকে গ্রেফতার করেছে বগুড়া র্যাব। বুধবার রাত ৮টায় বগুড়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন (২৮) মালগ্রাম কসাই পাড়ার হেলালের ছেলে।
এর আগে গত মঙ্গলবার রাতে শহরের বেলতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। নিহত নাহিদ মালগ্রাম কসাই পাড়ার ঝন্টু ব্যাপীর ছেলে।
বৃহস্পতিবার বগুড়া র্যাব-১২ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই হত্যারকান্ডের সাথে গ্রেফতাকৃত ইমন জড়িত ছিল। এদিকে বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন।বিডি প্রতিদিন/এএম