১১ মে, ২০২৩ ১৮:১১

চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন

ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর বিষয়ে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা। সংগৃহীত ছবি

এবারও আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ  থেকে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হতে যাচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে ট্রেনটি চালু হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ভবনের সভাকক্ষে জেলার আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এই তথ্য জানান তিনি।

এর আগে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয়রা আগামী ২০ মে থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে চিফ কর্মাশিয়াল ম্যানেজার বলেন, সকলের মতামত নেওয়ার জন্যই এখানে আসা হয়েছে। আমচাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ ট্রেন চালুর তারিখ নির্ধারণ করা হবে। তবে অবশ্যই স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই ট্রেনটি চালু করা হবে। 

তিনি আরও বলেন, গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে কেজিপ্রতি আম পাঠাতে খরচ হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আশা করা যায় এবারও সেটি থাকবে এবং ম্যাংগো স্পেশাল ট্রেনে ওয়াগনের সংখ্যাও বাড়ানো হবে। 

অন্যদিকে ব্যবসায়ীদের এ ট্রেনে আম পরিবহনের জন্য উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি আমের বাজারে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হবে। তবে বিভিন্ন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আম বুকিংকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আম বুকিং করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ, সহকারী স্টেশন মাস্টার এস এম আমানত প্রমুখ। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন ২০২০ সালের ৫ জুন চালু হয় এবং ওই বছরের ২১ জুলাই পর্যন্ত আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। দ্বিতীয়বার ২০২১ সালের ২৭ মে এই ট্রেন চালু করা হয়। তখন আম পরিবহন করা হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। যাতে রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা। সর্বশেষ গত বছর ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর