শিরোনাম
১৪ মে, ২০২৩ ১৩:৫০

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৭

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সাংবাদিকসহ ১৭ জন আহত হয়েছে। শনিবার বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-আওয়ামী লীগ নেতা আলমাসুর রহমান শিকদার, বেলকুচি পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পাভেল শেখ, যুব মহিলা লীগের সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অর্থ সম্পাদক আন্না খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সাবেক শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সিপন আহাম্মেদ, যুবলীগ নেতা রিপন বাবু, মনসুর আহাম্মেদ, সাব্বির হোসেন, নাবিন মন্ডল, আব্দুস সালাম, রতন, ওমর ফারুক। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে উজ্জ্বল অধিকারী ও আব্দুর রাজ্জাক বাবু নামে দুই সাংবাদিক হামলার শিকার হয়।

বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ জানান, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় পৌর মেয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোরণ নিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে পৌর ছাত্রলীগ সমাবেশের ডাক দেয়। কিন্তু সমাবেশ শুরুর আগেই মেয়র রেজা ও তার সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়ে এসে সংগঠনের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সংঘর্ষ বাধে।

বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মী নিয়ে রাজনৈতিক আলোচনা করা হচ্ছিল। এসময় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীর উপরে সন্ত্রাসী হামলা চালায়।

স্থানীয় সাংবাদিক উজ্জ্বল অধিকারী জানান, দুপক্ষের সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গেলে দুইজন সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালানো হয়।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর