শিরোনাম
১৪ মে, ২০২৩ ১৫:০৪

খাগড়াছড়িতে প্রস্তুত ১১ আশ্রয়কেন্দ্র, জনসাধারণকে সতর্ক করে মাইকিং

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে প্রস্তুত ১১ আশ্রয়কেন্দ্র, জনসাধারণকে সতর্ক করে মাইকিং

খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ও পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। জেলা সদরসহ ৯টি উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বলা হয়েছে।

রবিবার জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমাসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের বাড়িঘর পরিদর্শন করতে যান। এসময় তারা তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেন।

এছাড়া জেলা শহরে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। পৌর শহরে ১১টি নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। খাগড়াছড়িতে মোখার প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। পর্যাপ্ত পরিমাণ চাল, নগদ অর্থ মজুদ রাখা হয়েছে। যাতে করে জেলার দুর্যোগপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে বিতরণ করা যায়।

এদিকে, টানা বৃষ্টিপাতের আশঙ্কায় জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারদের নিরাপদ আশ্রয়ে যেতে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর