২০ মে, ২০২৩ ১৮:২৫

ফরিদপুরে মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ফরিদপুরে জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৩টায় ফরিদপুর প্রেসক্লাবের মিনি কনফারেন্স হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩ বছর মেয়াদী এ কমিটির শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মোঃ আতিকুর রহমান।

পরে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুর রহমান ঝনক, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস শেখসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন মালিক সমিতির সদস্যরা।
সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানে জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর