কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসের চাপায় মিজানুর রহমান মিজান (৬৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার টি এ রোড, থানা ব্রিজ (ফকিরাপুল) এলাকায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের জোনাল প্রতিনিধি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ভৈরব উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় একটি বাসে ওঠতে চেষ্টা করেন মিজানুর রহমান। এ সময় বাসটির হেলপার তাকে (মিজান) বাসে উঠতে না দিয়ে নিচে ফেলে দেন। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মিজানুর রহমানের ছেলে জুম্মান জানান, আমার বাবাকে বাসের নিচে ফেলে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ