বগুড়া জেলা জজ আদালত চত্ত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া সেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় একটি জঙ্গলের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) স্নিগ্ধ আখতার।
গ্রেফতার আসামির নাম চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান। সে সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। তার বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
এর আগে রবিবার দুপুর আড়াইটার দিকে গাবতলী থানা পুলিশ গাড়িতে ৫ জন আসামি নিয়ে আদালতে পৌছে। আসামিদের নামানোর পর ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, আদালত চত্ত্বর থেকে পলাতক আসামিকে আজ সকালেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন