২৩ মে, ২০২৩ ১৯:৫৫

নাটোরে পাখি শিকারে ব্যবহৃত জাল ধ্বংস

নাটোর প্রতিনিধি

নাটোরে পাখি শিকারে ব্যবহৃত জাল ধ্বংস

জাল থেকে মুক্ত করে আকাশে উড়িয়ে দেওয়া হয় পাখি

নাটোরের নলডাঙ্গায় পাখি শিকারে ব্যবহৃত ৮০০ হাত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় কিছু শালিক ও বক পাখি অবমুক্ত করা হয়।

সোমবার সন্ধ্যায় উপজেলার মাধনগর এলাকায় অভিযান চালিয়ে জাল জব্দ ও পাখি অবমুক্ত করে পরিবেশকর্মীরা।

ফজলে রাব্বী নামে এক পরিবেশকর্মী জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে মাধনগর এলাকায় আসেন তারা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।

পরে শিকারের কাজে ব্যবহৃত জালে বেশ কয়েকটি শালিক ও বক পাখি আটকে থাকতে দেখে সেগুলো জাল থেকে মুক্ত করে আকাশে উড়িয়ে দেন। এ সময় শিকারে ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর