২৫ মে, ২০২৩ ১১:২০

বসতবাড়ি থেকে ৭৮ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বসতবাড়ি থেকে ৭৮ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৭৭ কেজি ৭০০ গ্রাম ওজনের রুপার গহনা জব্দ করেছে বিজিবি। 

বুধবার (২৪ মে) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মোবারকপাড়ার মোস্তাফ আলীর বসতবাড়িতে অভিযান চালায় বিজিবি। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি বস্তায় রাখা ৭৭ কেজি ৭০০ গ্রাম ওজনের রুপার গহনা জব্দ করা হয়। এ বিষয়ে পাশের বাড়ি মৃত বাবু আলীর ছেলে মো. সোহাগকে পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি পরিচালক আরও জানান, আটককৃত রুপার গহনা ভারত থেকে পাচার করে এনে মোবারকপাড়ায় মজুদ করা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত রুপার গহনা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর