৩ জুন, ২০২৩ ১৮:২৪

ব্রিতে ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স

গাজীপুর প্রতিনিধি

ব্রিতে ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) দুই দিনব্যাপি ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে শনিবার। ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। 

আইসিটিবিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় ব্রি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ চলবে ৪ জুন পর্যন্ত।

প্রশিক্ষক হিসাবে রয়েছেন এটুআই এর রিসোর্স পার্সন মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মো. আতিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইসমাইল হোসেন। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর