৮ জুন, ২০২৩ ১৫:৫৯

মাগুরায় বিএনপির স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

মাগুরা প্রতিনিধি


মাগুরায় বিএনপির স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

বিদ্যুৎ খাতে সরকারের অস্বাভাবিক দুর্নীতি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রতিবাদে মাগুরায় স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। 

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ভায়না এলাকা থেকে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাগুরা-ঝিনাইদহ সড়কের ওজোপাডিকোর অফিসের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় তারা জেলা পরিষদ অফিস গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অবস্থান কর্মসূচিতে সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ,সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, য়ৈদ রফিকুল ইসলাম তুষার, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন কুতুব, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা বিএনপির আব্দুর রহিম প্রমুখ। পরে মাগুরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এএ
                                                                          

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর