কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩২তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বুধবার তার গ্রামের বাড়ী বাগেরহাটের মোংলার মিঠেখালিতে পালিত হয়েছে।
রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিপিবি, কবিতা আবৃতি পরিষদ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সকালে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ, দোয়া মাহফিলসহ রুদ্রের স্মরণে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করেছে।
বুধবার সকালে রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাতের সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজ সেবক মাহমুদ হাসান ছোটমনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. নূর আলম শেখ, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, সিপিবি নেতা নাজমুল হক, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, কবি গীতিকার মোল্যা আল মামুন, রুদ্র সংসদের বিল্লাল হোসেন, ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদার, আসাদুজ্জামান টিটো, আমাদের গ্রামের শেখ সাদী প্রমুখ।
মৃত্যুবার্ষিকীর স্মরণানুষ্ঠান শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্র সঙ্গীত পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন