নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরে ৫৩ বোতল ফেনসিডিলসহ পুলিশের সোর্স পরিচয়দানকারী এনামুল হক নামে এক ব্যক্তিকে (৪৫) আটক করেছে পুলিশ। আটক এনামুলের বিরুদ্ধে দুর্গাপুর থানার এসআই আবু রায়হান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, আটককৃত এনামুল উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া গ্রামের আহসান উল্লাহ হকের ছেলে। এনামুল পৌর শহরের সাধুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকদ্রব্য বিক্রি করতেন। গোপন সংবাদের খবরে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানার পুলিশ এনামুলের বসতঘরের খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও তাকে আটক করে।
এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এানামুল নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিতেন। দু’একজন পুলিশের সাথেও তাকে নিয়মিত দেখা যেত।
তবে এনামুল হক পুলিশের সোর্স নয় বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নূরুল আলম। ওসি বলেন, এনামুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাত্র। অপরাধী যে-ই হোক আইন সবার জন্য সমান।
দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, গত এক বছর ধরে থানায় রয়েছি। কারো সোর্স হলে অন্তত চিনতাম। তাকে তো কোনো পুলিশ সদস্য বা দারোগা কেউ চিনে না। সে একজন কুখ্যাত ব্যবসায়ী মাত্র। অন্য কোনো সংস্থার সোর্স কিনা সেটা আমরা বলতে পারছি না। মামলা দিয়ে তাকে কোর্টে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিপ্রতিদিন/কবিরুল