বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা গ্রামে ফার্নিচারের দোকানে বিদ্যুৎ সংযোগের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান মালিক আসাদুল ইসলাম (২৫) ঘটনাস্থলেই মারা গেছে। স্থানীয়রা তাকে আজ বেলা সাড়ে ৩টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলেও পরীক্ষা করে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসাদুল ইসলামের বাড়ী বুড়ীরচর ইউনিয়নের সোনাতলা গ্রামে। প্রায় ৩ বছর যাবত পাজরাভাঙ্গা গ্রামে আসবাবপত্র তৈরি ও বিক্রীর ব্যবসা করে আসছিলো।
পার্শ্ববর্তী দোকানদার জানান, দুপুরে খেয়ে এসে দোকানের ভিতর থেকে বিদ্যুতের লাইন সামনে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাহিরে ছিটকে পড়ে সে। দেখতে পেয়ে দ্রুত কয়েকজন ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএ