‘‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’’, এবং ‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুরে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, চুরি-ডাকাতি ও জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট ও কনভেনশন হল রোমে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মিয়া, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) উখিং মে, পৌর মেয়র এস এম রবিন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/এএম